বিসিবির তদন্ত কমিটিতে স্বতন্ত্র বিশেষজ্ঞ চান টিআইবি
বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম তারকা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে যথেষ্ট মনে করছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, ন্যায্য ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কমিটিতে যৌন হয়রানি তদন্তে অভিজ্ঞ অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে।
শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
“পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে” — টিআইবি
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,
“তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে এমন সংবেদনশীল বিষয়ে পূর্ণ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করতে যৌন হয়রানি তদন্তে অভিজ্ঞ অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করা জরুরি।”
তিনি আরও বলেন,
“এর আগেও নারী ক্রিকেটে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল, কিন্তু বিসিবি কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। বরং অভিযোগ ধামাচাপা দিয়ে বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রেখেছে। এটা কেবল নারী ক্রিকেট নয়, পুরো ক্রীড়াঙ্গনে পুরুষতান্ত্রিক আধিপত্যকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।”
“নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে”
ড. ইফতেখারুজ্জামান বলেন,
“এমন আচরণ কি নারীর অংশগ্রহণকে নিরুৎসাহিত করার এক প্রকার ষড়যন্ত্র নয়—এই প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। নারী ক্রিকেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
প্রেক্ষাপট
সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেন, দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে যৌনভাবে হয়রানি করেছেন।
এরপর বিসিবি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে, যা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।
