আয়ারল্যান্ডকে চাপে রাখল বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিনেই সফরকারী আয়ারল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আইরিশদের অলআউট করতে পারেনি টাইগাররা। মঙ্গলবার (১১ নভেম্বর) নির্ধারিত ৯০ ওভারের খেলা শেষে প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান।
দিনের শেষ বলে জর্দান নেইলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অভিজ্ঞ পল স্টার্লিং, আর অভিষিক্ত কারমাইকেলের ব্যাট থেকে আসে ৫৯ রান।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, হাসান মুরাদ ২টি, আর তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। তবে শুরুটা ছিল ভয়াবহ—ইনিংসের প্রথম ওভারেই হাসান মাহমুদের বলে এলবিডব্লু হয়ে শূন্য রানে ফেরেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটে দলকে সামলে নেন পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। প্রথম সেশনে আয়ারল্যান্ড তুলেছিল ১ উইকেটে ৯৪ রান।
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিরাজ ও নাহিদ রানার ঘূর্ণি ও গতি আক্রমণে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আইরিশরা। ৬০ রানে ফেরেন স্টার্লিং, এরপর হ্যারি টেক্টর, কারমাইকেল, টাকার ও ম্যাকব্রিন আউট হন ক্রমে।
২২২ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। শেষদিকে জর্দান নেইল কিছুটা প্রতিরোধ গড়লেও দিনের শেষ বলে তাইজুলের শিকার হন তিনি।
ফলে প্রথম দিনের খেলা শেষে আইরিশরা দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৭০ রানে।
