আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন শুক্রবার বাদ জুমার পর বিপুল সমর্থক নিয়ে ঢাকা–৬ আসনে ব্যাপক গণসংযোগ ও মিছিল পরিচালনা করেন। রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে যাত্রা শুরু করে মিছিল ইত্তেফাক মোড়, সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় গিয়ে শেষ হয়।
গণসংযোগে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী ও এলাকাবাসীর উচ্ছ্বাস দেখে ইশরাক বলেন, ঢাকা–৬ আসনের মানুষের বিশ্বাস ও প্রত্যাশাই তার প্রেরণা। তিনি জনগণকে সঙ্গে নিয়ে বিজয় এনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা
ইশরাক হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার আলোকে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আর কাউকে স্বৈরশাসন চালানোর সুযোগ দেওয়া হবে না।
তার ভাষায়, স্বৈরাচার আমলে যারা রাষ্ট্রীয় সহিংসতা দিয়ে মানুষ হত্যা করেছে, তাদের বিচার দেখে যেতে পারলে তিনি নিজের জীবন সফল মনে করবেন।
মিছিল দেখতে ঘরছাড়া মানুষ, ছাদ–বেলকনিতে ভিড়
শুক্রবার দুপুর থেকেই মতিঝিল এলাকা পরিণত হয় মানুষের ঢল নামার জায়গায়। মিছিল, স্লোগান, পতাকায় মুখরিত হয়ে উঠে পুরো অঞ্চল। পুরান ঢাকার বাসা–বাড়ির বেলকনি, ছাদ, জানালা থেকে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান ইশরাককে। অনেকেই ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
মিছিলে অংশ নেওয়া কর্মীরা বলেন, ঢাকা–৬ আসনে পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে। তারা বিপুল ভোটে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কথা জানান।
পুরান ঢাকার সংকট দূর করার অঙ্গীকার
ঢাকা–৬ আসনের অধিকাংশ এলাকা পুরান ঢাকার অন্তর্গত হওয়ায় এখানকার বাসিন্দারা বহুদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গণসংযোগে ইশরাক প্রতিশ্রুতি দেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকার অবহেলিত সমস্যা সমাধানে তিনি সর্বসময় পাশে থাকবেন।
সন্ধ্যা নামলেও থামেনি মানুষের মিছিল। এলাকাবাসী জানায়, তারা পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।
