বাংলা সিনেমার প্রজন্ম ছোঁয়া এক নাম সারাহ বেগম কবরী। জীবনের শেষ সময়ে তিনি শুরু করেছিলেন নিজের স্বপ্নের কাজ— ‘এই তুমি সেই তুমি’। কিন্তু ভাগ্য অনুমতি দেয়নি, মাত্র দুই দিনের শুটিং বাকি রেখেই ২০২১ সালে চিরবিদায় নেন এই কিংবদন্তি অভিনেত্রী।
তবে মা’র অসমাপ্ত স্বপ্নকে পূর্ণতা দিয়েছেন তাঁরই ছেলে শাকের চিশতী। দীর্ঘ সময় ও অক্লান্ত পরিশ্রমের পর ২০২৩ সালের শেষ দিকে শেষ হয়েছে সিনেমাটির নির্মাণকাজ।
শাকের চিশতী বলেন, “আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটা আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। সবকিছু—ডাবিং, এডিটিং, ফাইনাল টাচ—নিজ হাতে করেছি। যেন মায়ের ভালোবাসাটা ঠিকভাবে ধরে রাখতে পারি।”
তিনি জানান, সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। তবে প্রথম প্রদর্শনী হবে বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে, তারপরই দেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। “ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে পাঠানো হয়েছে ছবিটি। সেখানে প্রদর্শনের পরই দেশে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেব,” যোগ করেন তিনি।
‘এই তুমি সেই তুমি’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ—সবই লিখেছিলেন কবরী নিজে। গল্পে আছে দুটি সময়ের প্রতিফলন—একটি বর্তমান সময়ের প্রেম, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালী অধ্যায়।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। কবরী শুধু পরিচালকই নন, তিনি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল, সংগীত পরিচালনায় ছিলেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন।
সারাহ বেগম কবরীর এই শেষ সৃষ্টি যেন এক মায়ের ভালোবাসা, এক শিল্পীর উত্তরাধিকার— যা এখন পর্দায় উঠতে যাচ্ছে নতুন আলোয়। 🌹✨
