জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। গ্রেফতারের ১৫ দিন পর কোন আইনজীবী তার জামিন চাইলেন।
বর্ষার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি একজন কোমলমতী শিক্ষার্থী এবং কিশোরী। ন্যায়বিচারের স্বার্থে আসামির জামিনের আবেদন করছি।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এ আসামি হত্যা মামলার আসামি। নিজের দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তার জামিনের ঘোর বিরোধিতা করছি। উভপক্ষের শুনানি শেষে আদালত আসামি বর্ষার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন ৩১নং ওয়ার্ডে নুর বক্স লেনের একটি বাসায় পড়ানোর জন্য যান জোবায়েদ। সেসময় ওই বাসায় সিঁড়িতে তাকে হত্যা করা হয়।
এ মামলায় গ্রেফতার বর্ষা, বর্ষার প্রেমিক মো. মাহির রহমান ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান ২১ অক্টোবর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
