বর্তমান সময়ের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। যারা তার আদর্শে বিশ্বাসী, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাবো। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে— এটি আমাদের দাবি।”
জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এনসিপি কোনো জোটে যাচ্ছে না, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেব। শুরু থেকেই আমাদের অবস্থান পরিষ্কার— সংস্কারপন্থী, দেশপ্রেমিক ও চাঁদাবাজবিরোধী যেকোনো মানুষকে আমরা সঙ্গে নেব। যারা বাংলাদেশে বিশ্বাস রাখে, জুলাই সনদে বিশ্বাস রাখে, তাদের জন্য এনসিপির দরজা খোলা।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ জেলা নেতারা।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।
সভা শুরুর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সমন্বয় সভায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।
