জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আট দল।
দুপুর দুইটায় পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আট দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে। এর মধ্য দিয়ে দেশ, জাতি ও সরকারকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে। আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।”
তিনি আরও বলেন, “স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া দুটি আলাদা বিষয়। কিন্তু বিএনপি এ দুটিকে মিলিয়ে ফেলেছে এবং সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না।”
ড. আযাদ অভিযোগ করেন, বিএনপি কমিশনের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়ে দীর্ঘসূত্রতা সৃষ্টি করেছে, যা এখন বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি করছে। “আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা সাড়া দেয়নি। তারা বলেছে, জামায়াতের আহ্বানে সাড়া দেবে না। আমরা বলেছি, আপনারা ডাকেন—আমরা যাব, কিন্তু তারা সেই ডাক দেয়নি,” যোগ করেন তিনি।
