ভারতে অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। তারমধ্যে কিছু প্ল্যাটফর্ম আছে যা সর্বভারতীয় দর্শকের কাছে পরিচিত। তারমধ্যে আবার মানসম্মত কনটেন্ট নির্মাণ করে দর্শকের মনে আলাদা আস্থা তৈরি করেছে সনি লিভ।
যারা ওটিটির খোঁজ খবর রাখেন তারা জানেন, সনি লিভ বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করেছিল। কিন্তু অল্প দিনের মাথায় তা বন্ধ হয়ে যায়। ফলে এমন একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে বাংলাদেশি তারকাদের কাজের সুযোগ বিনষ্ট হয়।
তবে এবার ভারতের সনি লিভের জন্য কাজ করেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। খবরটি অনেকের কাছে নতুন, আবার কেউ কেউ আগেই জেনেছেন।

তবে একেবারেই নতুন খবর হলো, জানা গেছে শুভ অভিনীত সেই ওয়েব সিরিজের নাম ও তার ফার্স্ট লুক। সনি লিভ অ্যাপের ইউটিউব চ্যানেলে ১৬ ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এটি মূলত তাদের নির্মিত ২০২৫ সালের সকল কনটেন্টের ঝলক দিয়ে তৈরি। সেখানের আপকামিং সিরিজের তালিকায় দেখা গেলো আরিফিন শুভর সিরিজটি।
ওই ভিডিওতেই জানা যায়, সিরিজটির নাম ‘জ্যাজ সিটি’। আর এতে একেবারেই ভিন্ন একটি লুকে দেখা যাচ্ছে শুভকে। তার বিপরীতে দেখা গেছে কলকাতার আবেদনময়ী নায়িকা সৌরসিনীকে। সনি লিভের ওই ভিডিওতে শুধু বাংলা নয়, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি ভাষার নতুন সিরিজের ঝলক দেখা গেছে। সিরিজগুলোতে রাভিনা ট্যান্ডন, প্রভুদেবা, তৃষা কৃষ্ণান, অনুরাগ ক্যাশপ, হুমা কুরেশি, শে^তা বসু, মানব কল, বারুণ শর্মাসহ অনেক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন।

তবে কমেন্ট বক্সে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আরিফিন শুভকে নিয়ে। ভিডিও থেকে শুভর স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে এক নেটিজেন লিখেছেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে- বর্তমানে ভারতের সবচেয়ে মানসম্মত কনটেন্ট কোন ওটিটি বানায়, আমি এক মুহূর্ত দেরি না করে বলব সনি লিভ। আর তাদের আসন্ন সিরিজ জ্যাজ সিটিতে মুখ্য চরিত্রে আমাদের আরিফিন শুভ। কনটেন্ট ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ সনি লিভের কনটেন্ট কখনোই হতাশ করে না।’
ভিডিওটির কমেন্টে এমডি ঈমান হুসাইন নামের একজন মন্তব্য করেছেন, ‘জ্যাজ সিটির প্রথম ঝলক দেখেই বোঝা যায় যে আরিফিন শুভ কেবল একজন অভিনেতা নন, তিনি সত্যিই বাংলাদেশের গর্ব। তার ক্যারিশমা, স্টাইল এবং প্রতিটি চরিত্রের গভীরে ডুবে থাকার অতুলনীয় ক্ষমতা নিঃসন্দেহে এই সিরিজটিকে আরও মনোমুগ্ধকর করে তুলবে।’

আজিম লিখেছেন, ‘ওহ বাহ বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার আরফিন শুভ এসেছেন।’
লাবিব নামের একজনের মন্তব্য, ‘‘সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটির প্রথম ঝলকেই আরিফিন শুভকে আগের চেয়ে সুন্দর দেখাচ্ছে।’’
সোলস ব্রো নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আরিফিন শুভ! আমি শুধু জানি এই লোকটি তার সেরাটা দেবে। পুরো টিমের জন্য শুভকামনা!’
লাইফ উইথ সিকেবি নামের আইডি থেকে লিখেছেন, ‘জ্যাজ সিটির জন্য অপেক্ষা করছি। ভালোবাসা আরিফিন শুভ।’
আর্ণিল আরিফিন রাফী লিখেছেন, ‘সুপারস্টার আরিফিন শুভ।’
রাসেল লিখেছেন, ‘আরিফিন শুভ ফিরে আসছেন।’

তৌফিক রবিন লিখেছেন, ‘আরিফিন শুভকে প্রথম দেখাতেই অসাধারণ লাগছে! সত্যিই একজন আন্তর্জাতিক মানের অভিনেতা। সামনে আরও বড় প্রকল্পে তাকে দেখার আশায়, সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
‘আমি জ্যাজ সিটির জন্য এসেছি’, ‘জ্যাজ সিটিতে আরেফিন শুভকে দেখতে আর তর সইছে না’, ‘কী দারুণ লুক’, ‘বাংলাদেশের সুপারস্টার’- এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে ভিডিওটির কমেন্ট বক্স।
