জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন গভীর সংকটের মুখে। সাম্প্রতিক সময়ে খুন, জখম, রাহাজানি এবং অস্বাভাবিক লাশ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি সারাদেশে উদ্বেগজনকভাবে অপরাধ বাড়ার বিষয়টি তুলে ধরেন এবং সরকারের প্রতি জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
দেশে সহিংসতা ও অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে
বিবৃতিতে জিএম কাদের কয়েকটি সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নদী বা খাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার, জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশ পাওয়া এবং রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় হামলার ঘটনা। ওই ঘটনায় বিচারকের ছেলে নিহত এবং তাঁর স্ত্রী গুরুতর জখম হন।
তিনি বলেন, এসব ঘটনা প্রতিদিন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা দেশের মানুষকে আতঙ্কে ফেলছে। পরিবারগুলো তাদের প্রতিদিনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে।
মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায়
জিএম কাদের দাবি করেন, বাংলাদেশে অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। সাধারণ মানুষ জানে না, কখন কোন বিপদ এসে তাদের সামনে দাঁড়াবে। নিরাপত্তাহীনতার এই ভয় সমাজে অস্থিরতা সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের প্রতি জাতীয় পার্টির আহ্বান
জিএম কাদের বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য তিনি সরকারের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন:
১. অপরাধ দমন কার্যক্রম জোরদার করা
২. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সক্ষমতা বৃদ্ধি
৩. অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা
৪. সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা
তার মতে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য: পরিস্থিতি স্বাভাবিক
এর আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বড় কোনো নিরাপত্তা সমস্যা নেই। যেসব ছোটখাটো অপরাধ ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিএম কাদেরের বিবৃতির সঙ্গে সরকারি বক্তব্যের এই বৈপরীত্য বিষয়টি আরও আলোচনায় এসেছে।
