বাংলাদেশের প্রতিক্রিয়া: ‘রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল ও অসম্মানজনক’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘ভুল’ ও ‘কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ।
শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন,
“আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল এবং এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়; সেই সঙ্গে এটি কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক।”
ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে—বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে সেটি হতে হবে পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে।
রাজনাথ সিংয়ের মন্তব্য কী ছিল
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট–এর সঙ্গে একান্ত আলাপে রাজনাথ সিং বলেন,
“নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।”
তিনি আরও যোগ করেন,
“ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”
বাংলাদেশের জবাব
রাজনাথ সিংয়ের মন্তব্যে বাংলাদেশ সরকার ক্ষোভ প্রকাশ করেছে। মুখপাত্র মাহবুবুল আলম বলেন,
“অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য। বাংলাদেশ বিশ্বাস করে—গঠনমূলক ও সম্মানজনক সংলাপের মাধ্যমেই মতপার্থক্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গির সর্বোত্তম সমাধান সম্ভব।”
