দু-তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দু-তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছে—এ স্বপ্ন আমরা জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না।”
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন
বিএনপি ও আওয়ামী লীগকে উদ্দেশ করে সমালোচনা
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,
“জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনারা গিয়েছেন, গণভোটের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। আপনাদের সঙ্গে কোনো সমঝোতা বা জোটের প্রশ্নই আসে না। বিএনপির মৃত্যু ঘণ্টা আগেই বেজেছে—এখন তা আরও জোরে বাজছে, ইন শা আল্লাহ। আওয়ামী লীগের পরিণতিও হবে ঠিক বিএনপির মতোই।”
তিনি আরও বলেন,
“এখন মাঠে নামেন না, অথচ অলরেডি জ্বালাও-পোড়াও আর ব্লকেড শুরু হয়ে গেছে। এবার নির্বাচনে হবে বড় খেলা—দেখা যাক, আপনাদের টাকার নমিনেশন বাণিজ্যের জোর কত আর আমাদের রক্তের জোর কত!”
আসিফ নজরুলকে নিয়েও মন্তব্য
আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে নিয়েও কথা বলেন। তিনি বলেন,
“আমাদের আন্দোলনের অন্যতম সারথি ছিলেন আসিফ নজরুল স্যার। কিন্তু আইন অঙ্গনে তিনি কী উপহার দিলেন? শুনেছি, অ্যাসিস্ট্যান্ট জাজের নাম পরিবর্তন হয়েছে—এইটুকুই নাকি সংস্কার! অথচ এ সংস্কারের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি।”
