এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচ ও ১৩ নভেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রবি আজিয়াটা পিএলসি এক অনুষ্ঠানে তাকে এক বছরের জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে। সেই অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল ও আসন্ন ম্যাচ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন হামজা।
ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,
“ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।”
বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মতো এসেছেন হামজা। দেশের সাধারণ মানুষ ও ভক্তদের ভালোবাসায় আপ্লুত এই ব্রিটিশ-বাংলাদেশি তারকা জানান, তার সন্তানরাও বাংলাদেশের প্রতি একইরকম টান অনুভব করে।
হামজা বলেন,
“আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। আমি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থন সবার সঙ্গে ভাগাভাগি করতে। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার সন্তানেরা বলে, তারা বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ, ওরা মার্চে আবার ফিরে আসবে।”
বাংলাদেশকে গর্বিত করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন হামজা চৌধুরী। তিনি বলেন,
“আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। তাদের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি, আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারি।”
