ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান জানান, ঢাবির এক শিক্ষার্থীর করা যৌন নির্যাতনের মামলার ভিত্তিতে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগে মামলা, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা
গত কয়েকদিন ধরে রসায়ন বিভাগের বেশ কিছু শিক্ষার্থী এ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও বিকৃত আচরণের অভিযোগ করে আসছিলেন। তারা শাহবাগ থানায় মামলা দায়ের করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ প্রকাশ করেন।
ভুক্তভোগীদের বক্তব্যে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা
এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পরীক্ষায় একটি সমস্যা দেখা দেওয়ার পর অধ্যাপক এরশাদ তাকে বাসায় যেতে বলেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নিজের বাসায় ডেকে নেওয়ার পর তিনি জানান, নার্ভ সমস্যার কারণে মেয়েদের স্পর্শে তার কোনো অনুভূতি হয় না; বরং ছেলেদের হাত নরম ও শক্ত হওয়ায় তাদের স্পর্শে তিনি অনুভূতি পান। এরপর তিনি ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ এসেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
