নারী ক্রিকেট নিয়ে চলমান বিতর্ক ঠেকানো যাচ্ছে না। সাবেকদের মন্তব্য, ব্যবস্থাপনার অস্থিরতা ও খেলোয়াড়দের অভ্যন্তরীণ সম্পর্ক—সব মিলিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন আলোচনার কেন্দ্রে। পেসার জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক–টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ঘিরে বেশ কিছু অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও জটিল হয়। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।
এক সাক্ষাৎকারে জ্যোতি জানান, জাহানারার তোলা অভিযোগের অনেকটাই ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পড়ে।
জ্যোতি বলেন, “জাহানারা আপু মন্টি আপুর সঙ্গে থাকেন, একসঙ্গে ঘোরেন—এটা অনেকেই জানে। তাদের সম্পর্ক নিয়ে তো কেউ প্রশ্ন তোলে না। সবসময়ই ভেবেছি তারা পরিবার-সুলভ বন্ধুত্বেই চলছেন।”
অধিনায়কের অভিযোগ, জাহানারা তার মন্তব্যে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো নারী দলকেই অসম্মান করেছেন।
তার ভাষায়, “ব্যক্তিগত স্বার্থে আমাকে সামাজিকভাবে হেয় করার মতো কথা তিনি বলেছেন। কিন্তু যেসব অভিযোগ তিনি তুলেছেন, সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন এবং উল্টো তার দিকেই ফিরে যেতে পারে।”
জ্যোতি আরও বলেন, “আমার পরিবার জানে আমি কেমন, পিংকি আপুর পরিবারও জানে তিনি কেমন। কিন্তু বাইরে যারা শুনছে, তারা আমাদের সম্পর্কে কী ভাবছে—এটাই দুঃখের। তার মন্তব্যে পুরো নারী দলই অপমানিত হয়েছে।”
