নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ ও ‘উইকেড’ খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন পিপল ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে মনোনীত করেছেন। সোমবার (৩ নভেম্বর) জিমি ফ্যালনের উপস্থাপনায় ‘দ্য টুনাইট শো’ তে এই ঘোষণা করা হয়েছিল।
ঘোষণার পর ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে বেইলি বলেন, ‘এটা এক বিশাল প্রাপ্তি। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, আমার কাছে অবিশ্বাস্য লাগছে।’
সম্প্রতি তিনি ‘জুরাসিক ওয়ার্ল্: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন যা মুক্তি পায় গত জুলাই মাসে।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’- এ লর্ড অ্যান্থনি ব্রিজারটন চরিত্রে তার মনোমুগ্ধকর অভিনয় বিশ্বজুড়ে তাকে পরিচিতি এনে দেয়।
২০২৪ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’- এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।
অভিনয়ের পাশাপাশি বেইলি সমাজসেবক হিসেবেও পরিচিত। যৌন সচেতনতামূলক সংগঠনগুলোকে সহায়তা করতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দ্য শেমলেস ফান্ড’।
গত বছর পিপল- এর এই খেতাব পেয়েছিলেন ‘দ্য অফিস’ ও ‘জ্যাক রায়ান’ তারকা জন ক্রাসিনস্কি। এবার এই সম্মানিত খেতাবটি পেলেন ৩৭ বছর বয়সী জনাথন বেইলি।
আকর্ষণীয় পুরুষ হিসেবে মনোনীত হওয়া জনাথন বেইলির জন্য এটি একটি উল্লেখযোগ্য বছর। এই উপাধি হলিউডের একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
