ভোর থেকেই বিভিন্ন স্থানে অবস্থানে নেতাকর্মীরা
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ফজরের নামাজের পরপরই তাদের শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ সকালে শিবিরের বড় ধরনের জমায়েতের খবর মিলেছে।
মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও জামায়াত ও শিবিরের মিছিল দেখা গেছে।
রাজধানীর ১৫টিরও বেশি পয়েন্টে অবস্থান কর্মসূচি
জামায়াত-শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর এসব পয়েন্টে দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে—
উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমন্ডি-৩২, সায়েন্স ল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী, চিটাগাং রোডসহ বিভিন্ন এলাকা।
ইসলামী ছাত্রশিবির বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগের নাশকতা ও আগুন–সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়েছে।
রামপুরা ও উত্তরা—বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের অবস্থান
প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির রামপুরা ও উত্তরা এলাকার চারটি পয়েন্টে অবস্থান নিয়েছে।
ঢাকা–১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজার এলাকায় কর্মীদের জড়ো হতে দেখা গেছে।
এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়।
গুলশানে বিক্ষোভ মিছিল
এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুলশান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা–১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
আট দলীয় জোটের ঘোষণা
গতকাল এক সংবাদ সম্মেলনে আট দলীয় জোট জানিয়েছে, আওয়ামী লীগের নাশকতা ও আগুন–সন্ত্রাস প্রতিরোধে তাদের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।
তারা ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকেও রাজপথে নেমে আসার আহ্বান জানায়।
