ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতার বিপক্ষে প্রথম ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের জার্সিতে। তাঁর মতো খেলোয়াড়ের বিপক্ষে মাঠে নামার আগ মুহূর্তে উত্তেজনায় ভরপুর প্রতিপক্ষ নেপাল দল।
আজ (বৃহস্পতিবার) রাত আটটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ–নেপাল ফিফা প্রীতি ম্যাচ।
হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে নেপাল অধিনায়ক
নেপাল দলের অধিনায়ক কিরণ চেমজং, যিনি বাংলাদেশ পুলিশ এফসির গোলরক্ষক হিসেবেও খেলছেন, সংবাদ সম্মেলনে খোলামেলা ভাষায় বলেন—
“সেপ্টেম্বরে কাঠমান্ডুর ম্যাচে আমরা হামজাকে বাংলাদেশ দলে দেখতে চেয়েছিলাম। এবার ঢাকায় এসে তাঁর বিপক্ষে খেলতে পারব, এটা আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর।”
নেপাল দলের ৮ জন খেলোয়াড়ই বর্তমানে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলছেন, যা দুই দেশের মধ্যে প্রতিযোগিতার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নেপাল কোচ হরি খাড়কার চোখেও উত্তেজনা
নেপালের কোচ হরি খাড়কা নিজেও বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ। প্রায় ৬–৭ বছর আগে তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতিয়েছিলেন।
তিনি বলেন—
“নেপাল–বাংলাদেশ ম্যাচ সব সময়ই চ্যালেঞ্জিং হয়। হামজা আর শমিতকে পেয়ে বাংলাদেশের শক্তি বেড়েছে, তবে ফুটবল দলীয় খেলা। আমরা প্রস্তুত। জানি, হামজা বাংলাদেশের মূল খেলোয়াড়, তাই তাঁকে নিয়েও ভাবছি।”
বাংলাদেশের প্রস্তুতি ও কোচের পরিকল্পনা
বাংলাদেশ দলের সর্বশেষ নেপালের বিপক্ষে জয় এসেছিল ২০২০ সালের ১৩ নভেম্বর, ঠিক আজকের দিনে। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল।
এবারের ম্যাচকে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা।
তিনি বলেন—
“এটি প্রস্তুতি ম্যাচ। আমি অন্তত ১৭ জন খেলোয়াড়কে মাঠে দেখতে চাই। দলীয় সমন্বয় যাচাইয়ের এটা বড় সুযোগ।”
তবে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা বিব্রত হয়েছিলেন কাবরেরা। নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি সংক্ষেপে বলেন,
“সমালোচনা শুনি, বুঝিও। কিন্তু আমার মনোযোগ শুধু খেলায়।”
দলের অবস্থা ও খেলোয়াড়দের ফিটনেস
কানাডা থেকে সদ্য এসে পৌঁছেছেন ফরোয়ার্ড শমিত সোম। কোচ তার অবস্থার ওপর ভিত্তি করে একাদশে রাখার সিদ্ধান্ত নেবেন।
এদিকে শেখ মরছালিন চোটের কারণে অনুশীলনে ছিলেন না; ম্যাচের আগে তাঁর ফিটনেস দেখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
দর্শকের আগ্রহ কম, মাঠে টিকিট বিক্রি ধীর
ভারতের বিপক্ষে ম্যাচের সব টিকিট ৬ মিনিটে বিক্রি হয়ে গেলেও, নেপাল ম্যাচে আগ্রহ তুলনামূলক কম।
বাফুফে তাই অধিনায়ক জামাল ভূঁইয়াকেও প্রচারণার কাজে লাগিয়েছে।
জামাল সংবাদ সম্মেলনে অনুরোধ করে বলেন,
“দর্শক ছাড়া খেলাটা অসম্পূর্ণ। সবাইকে মাঠে এসে সমর্থন জানাতে বলব।”
জয়ই মূল লক্ষ্য
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,
“নেপালের সঙ্গে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। গত দুই ম্যাচে আমরা কাছাকাছি গিয়েছি, এবার জিততে চাই। ভারত ম্যাচের আগে এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা।”
কোচ কাবরেরাও একই সুরে বলেন,
“ভারতের বিপক্ষে নামার আগে নেপাল ম্যাচ আমাদের জন্য সবচেয়ে বড় যাচাই।”
